করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য, নিরাপদে থাকার উপায় জানানোর প্রলোভনে অ্যানড্রয়েড ওএসে চলা ডিভাইস থেকে গোপনে তথ্য হাতিয়ে নিচ্ছে ‘করোনাভাইরাস’ নামের বিভিন্ন অ্যাপ। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্ট জানিয়েছে, গুগল প্লেস্টোরে না থাকলেও বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ক্ষতিকর অ্যাপগুলো ডাউনলোড করছেন অনেকেই। করোনাভাইরাস নামে ছাড়া অ্যাপগুলো ডাউনলোড করলেই ডিভাইস থেকে ব্যবহারকারীর ফোন কলের তথ্য, এসএমএস, ফাইল, মাইক্রোফোন ও ক্যামেরার নিয়ন্ত্রণ চলে যায় সাইবার অপরাধীদের দখলে। আর তাই নিরাপদে থাকতে ‘করোনাভাইরাস’ নামের বিভিন্ন অ্যাপ ডাউনলোডে সতর্ক থাকতে হবে।
