সাভারে নদীতে গোসল করতে নেমে মো. আকিব (৬) নামে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষর্থীর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার দুপুরে ভাকুর্তা ইউনিয়নের ভাকলকান্দ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকিব ওই এলাকার মো. সাইফুল আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিদ্যালয়ের ক্লাস শেষে বাড়ি ফেরার সময় নদীতে গোসল করতে নামে আকিব এবং তার বড় ভাই। পরে নদীতে গোসল করার একপর্যায়ে স্রোতে দূরে গিয়ে তলিয়ে যায় আকিব এবং তার ভাই। এ সময় নদীর পার্শ্ববর্তী এক মাদরাসার শিক্ষার্থীরা বিষয়টি লক্ষ করে আকিবের ভাইকে উদ্ধার করতে সক্ষম হলেও আকিবকে উদ্ধার করতে পারেনি।
পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে প্রায় দুই ঘণ্টা অভিযানের পরে আকিবকে উদ্ধার করেন তারা। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল হক রনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিহতের মরদেহ পরিবারের নিকটে হস্তান্তর করা হয়।