পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মানবিক নির্দেশনায়, মাদক কারবারি, চরমপন্থীসহ বিপত্গামী যারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তাদেরই আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছে। ভুল বুঝে নিজেদের সংশোধন করে তারাও যদি দেশ গড়ায় শরিক হয়, তাতে সবারই মঙ্গল। আত্মসমর্পণের পরও যদি তাদের বিরুদ্ধে মামলা থাকে তবে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর পুলিশ লাইনসে জেলা পুলিশ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
পুলিশ মহাপরিদর্শক আরো বলেন, এত কিছুর পরও এসব মাদক কারবারি, চরমপন্থীদের চলাফেরা, কর্মকাণ্ড কঠোর নজরদারিতে রাখা হয়েছে।
সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর-উত্তম, সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা ও দায়রা জজ জুলফিকার আলী খান, জেলা প্রশাসক মাজেদুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি, পৌর মেয়র নাসিরউদ্দিন আহম্মদ, জেলা পরিষদ চেয়ারম্যান হাজি ওচমান গনি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা খাজা আহাম্মাদুর রহমান প্রমুখ এই ইফতার ও দোয়া মাফফিলে অংশ নেন।