আল আমিন : উপজেলা প্রশাসনের উদ্যোগে জনাব হাসান সাদী, উপজেলা নির্বাহী অফিসার গজারিয়া, মুন্সীগঞ্জ মহোদয়ের সভাপতিত্বে ৬আগষ্ট(মঙ্গলবার) সকাল ১০ ঘটিকায় প্রায় ৩৫০ জন কিশোরী ও অভিভাবক নিয়ে উক্ত সচেতনতামূলক কর্মশালা হয়। এ কর্মশালায় বাল্যবিবাহ নিরোধ অাইন, ২০১৭ এর বিধান ও বাল্য বিবাহের কুফুল সম্পর্কে অালোকপাত করা হয় পাশাপাশি প্রশ্নোত্তর পর্বও রাখা হয়।
একযোগে শত কন্ঠে শপথ বাক্য পাঠ করানো হয়। অামরা বাল্যবিবাহ করবো না; করতে দিবো না
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অামিরুল ইসলাম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, গজারিয়া, মুন্সীগঞ্জ।
বিশেষ অতিথি জনাব অাতাউর রহমান নেকী, ভাইস চেয়ারম্যান, জনাব খাদিজা অাক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান,শহিদুজ্জামান জামান জুয়েল, চেয়ারম্যান, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ।
প্রধান আলোচক ডা. মো: অাশরাফুল অালম,উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা, গজারিয়া, মুন্সীগঞ্জ।