বগুড়া শহরের সরকারি বাসভবন এলাকার বাগান থেকে বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে শহরের বাংলাদেশ ব্যাংকের স্টাফ কোয়ার্টার থেকে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘তীর’ প্রাণিটি উদ্ধার করে। এতে সহায়তা করে বগুড়ার বন বিভাগ।
প্রাণীটি দেখতে টিকটিকির মতো হলেও আকারে বড়। এর আগে ফোটা ফোটা দাগ রয়েছে। উদ্ধারের পর প্রাণীটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
তক্ষকটি গ্রহণ করেন বগুড়ার সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহম্মদ সুবেদার ইসলাম। তিনি জানান, প্রাণিটি অবমুক্ত করতে সামাজিক বন বিভাগ বগুড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।