ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালের শেষ পর্যায়ে তখন তুমুল উত্তেজনা। রান আউট হয়ে গেলেন ধোনি। কিছুক্ষণের মধ্যেই চতুর্থবার আইপিএল জেতার স্বপ্ন পূরণ হলো মুম্বাই ইন্ডিয়ান্সের।
মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটারেরা উৎসবে মেতে উঠেছেন। ধারাভাষ্যকার মাইকেল স্লেটার এগিয়ে গেলেন শচীন টেন্ডুলকারের দিকে। শচীনকে জিজ্ঞাসা করলেন, ‘ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা?’
শচীনের উত্তর, ‘অবশ্যই ধোনির রান-আউট। আমার মতে সেটাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে।’ আরো বলেন, ‘বুমরা ও রাহুল চাহারের পারফমেন্সের কথাও বলতে হবে। মাঝের ওভারগুলোয় রাহুল যে ভাবে স্লিপ রেখে বল করে গেল, তা সত্যি অসাধারণ। শুধু আজকের ম্যাচে নয়, সারা মরসুম ধরেই ভাল বল করে গিয়েছে রাহুল।’
হার্দিক পাণ্ড্য, লাসিথ মালিঙ্গার প্রশংসাও করে গেলেন শচীন। এরপর তিনি বলেন, ‘গতবার চ্যাম্পিয়ন হওয়ার সময় ১২৯ রান করে বিপক্ষকে আটকে দিয়েছিলাম। সেটাই আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছিল। মালিঙ্গার শেষ ওভার নিয়ে নতুন করে কী আর বলার থাকতে পারে। কিন্তু সারা মৌসুম ধরে কঠিন মুহূর্তে হার্দিক যেভাবে খেলেছে তাতে আমি মুগ্ধ।’
শেষ ওভারের নায়ক মালিঙ্গা জানিয়ে দিলেন কেন শেষ বলটি তিনি স্লোয়ার করেন। শ্রীলঙ্কা পেসারের ব্যাখ্যা, ‘পরিকল্পনা ছিল শেষ বলে উইকেট নেব। স্লোয়ার বলটি আমার বিশেষ বৈচিত্র। তাই সেটাই ব্যবহার করলাম।’