গাজীপুর থেকে মোঃ শাহিন আলম: দীর্ঘদিন ধরে গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিচ্ছে বলে জানা যায়। বিভিন্ন বাসাবাড়ি ও বিভিন্ন কলকারখানায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়া আছে। কিছু বাসা বাড়ির মালিকরা তিতাস গ্যাসের কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়ে গ্যাস সংযোগ নিয়েছে বলে জানা যায়। এক পর্যায়ে বিভিন্ন বাসাবাড়িতে ৪টা, ৬টা, ৮টা, গ্যাসের চুলার অনুমোদন নিয়ে তার দ্বিগুন পরিমান চুলা ব্যবহার করছে। কিছু অসাধু বাসা বাড়ির মালিকরা ¶মতার জোর দেখিয়ে একটি ফ্ল্যাট বাসার গ্যাসের অনুমোদন নিয়ে ২টা, ৩টা করে ফ্ল্যাট বাসায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করছে। এ ধরনের কিছু তথ্য তিতাস গ্যাসের কর্মকর্তাদের একাধিভাবে বলার পরও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না। এক পর্যায়ে এসব তথ্য সংবাদ কর্মীদের কানে আসলে তারা তিতাস গ্যাসের কর্মকর্তাদের অবগত করেন এবং ব্যবস্থা নিতে বলেন। পরে তিতাস গ্যাসের কর্মকর্তারা সংবাদ কর্মীদের আশ্বাস দিয়ে বলেন আমরা অবৈধ সকল গ্যাস লাইন কেটে দিব। কিন্তু তারা কোন ব্যবস্থাই নিচ্ছে না কেন? এতে কী বুঝা যায়, তিতাস গ্যাস কর্মকর্তাদের অবৈধ গ্যাস সংযোগে কোন না কোন লাভ আছে। এ বিষয়টি গাজীপুর জেলার তিতাস গ্যাসের কর্মকর্তা অজিৎ চন্দ্র দেবকে জানানোর পরে তিনি সংবাদ কর্মীদের বলেন অবৈধ গ্যাস সংযোগ কাটতে গেলে বাড়ির মালিকরা তাদের উপার উল্টা আক্রমন করে।
