গাজীপুরের গাছা এলাকা থেকে দুটি বিদেশি পিস্তলসহ যুবলীগ নেতা রাশেদুজ্জামান মণ্ডল ওরফে জুয়েল মণ্ডলকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার বিকেলে নগরীর চান্দুরা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। জুয়েল গাছা থানা যুবলীগ সভাপতি প্রার্থী এবং চান্দুরার মৃত হাই মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে জমি দখল, সন্ত্রাস ও চাঁদাবাজির নানা অভিযোগ রয়েছে।
র্যাব সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বিকেলে জুয়েল মণ্ডলের বাসায় অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে পাঁচ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। সন্ধ্যার পর তাকে গাছা থানায় হস্তান্তর করা হয়েছে।