চুয়াডাঙ্গার জীবননগরে গাছের ডাল পড়ে মাসুম আলি নামের এক পথচারীর নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার মোল্লাবাড়ি জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম আলি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ভবানিপুর গ্রামের ঘাটপাড়ার নুর ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাসুম আলি শুক্রবার সকালে জীবননগর মোল্লাবাড়ি এলাকায় ব্যবসার কাজে আসেন। দুপুরে কাজ শেষ করে মোল্লাবাড়ি জামতলা নামক স্থানে বাড়ি ফেরার জন্য বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় গাছের একটি ডাল ভেঙে তার মাথার ওপর পড়লে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের লাশ তার নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।