গজারিয়ায় পরিত্যক্ত পানির ট্যাঙ্কি থেকে অজ্ঞাত নারীর (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার বিকেলে উপজেলার ভবেরচর ইউনিয়নে ভবেরচর বাজার সংলগ্ন একটি পাকা বাড়ির ভবনের পরিত্যক্ত পানির ট্যাঙ্কি থেকে এ অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। সূত্রে জানা যায়, ভবেরচর বাজারের উত্তর পাশে নাজির আহম্মেদ সিকদারের বাড়ির পাশের পরিত্যক্ত পানির ট্যাঙ্কি থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনার স্থল এসে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে গজারিয়া থানার এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।