গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পূর্ব নয়াকান্দি গ্রামের জামাল মিয়ার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী দুলাল মিয়াকে(৩২) নিজ এলাকা থেকে মঙ্গল
বার রাতে ২৫০ পিছ ইয়াবাসহ আটক করেছে র্যাব১১ একদল সদস্য।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুলাল একাধিক মাদক মামলার আসামী সে দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা করে আসছিল। মঙ্গলবার রাতে র্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আজ বুধবার র্যাব-১১ বাদী হয়ে দুলার মিয়ার বিরুদ্দে গজারিয়া থানায় মাদক প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছেন।
গজারিয়া থানার ডিউটি অফিসার এএসআই আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।