অদ্য ১৬ মে ২০১৯ তারিখ একটি উড়া ফোনে বাল্যবিবাহ সংঘটিত হবার খবর অাসে। পরবর্তীতে স্থানীয় সাংবাদিক ও অন্যান্যদের সহযোগিতায় তদন্তকালে এর সত্যতা পাওয়া গেলে উপজেলা নির্বাহী অফিসার জনাব হাসান সাদী মহোদয় অপরাধিদের অাটক করবার জন্য ইমাম রাজী টুলু, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গজারিয়া, মুন্সীগঞ্জ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার, এবং পুলিশ ফোর্স পাঠালে শাহজাহান, পিতা- শামছু মিয়া, চরবাউশিয়া(ফরাজীকান্দি)কে অাটক করা হয়। শাহজাহান মিয়া তার ছেলে শামছু মিয়া যার বয়স ২২ বছর তাকে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ের সাথে গোপনে বিয়ে পড়ায়।
উল্লেখ্য: উক্ত ঘটনায় বরের পিতা শাহজাহান মিয়াকে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা এবং ভবিষ্যতে এহেন কাজ না করার মুচলেকা নেওয়া হয়। বর, কনে এবং উভয় পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ সবাই পলাতক।
স্থানীয় সাংবাদিকসহ অন্যান্য সকলকে ঘটনা উদঘাটনে সহায়তার জন্য ধন্যবাদ।