গজারিয়া (মুন্সিগঞ্জ)প্রতিনিধি : মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলায় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীন বাংলাদেশের স্থাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে, বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে অর্ধশত স্থানে কাঙ্গালি ভোজ, আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
দুপুর ১২টায় হোসেন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সম্পাদক মনিরুল হক মিঠুর সভাপতিত্বে, নেয়ামত শুকরিয়া শপিং কমপ্লেক্স মাঠে, আলোচনাসভা ও কাঙ্গালি ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য,এ্যাড: মৃনাল কান্তি দাস, বিশেষ অতিথি, রেফায়েত উল্লাহ খাঁন (তোঁতা)
সাবেক সফল চেয়ারম্যান গজারিয়া উপজেলা পরিষদ । আরও উপস্থিত ছিলেন, ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মি প্রমূখ ।