ঈদের হাসি ঈদের খুশি ছড়িয়ে পরুক বাংলার প্রতিটি ঘরে ঘরে। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মানুষকে ভালোবেসে গড়ে তুলুক ভালোবাসায় পূর্ণ সুন্দর এক পৃথিবী।
আসন্ন পবিত্র ঈদুল আযাহা কে সামনে রেখে দেশবাসী তথা গজারিয়া বাসীর মঙ্গল কামনা করে উক্ত প্রত্যয় ব্যাক্ত করেন গজারিয়া উপজেলার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক, হোসেন্দী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মনিরুল হক মিঠু
বলেন, পবিত্র ঈদুল আযহা হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। এই ঈদে ত্যাগের বিনিময়ে একজন মুসলমান পরিপূর্ণ মুত্তাকি হিসেবে গড়ে উঠেন। ঈদুল-আযহার মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক গজারিয়াসহ দেশ বিদেশের সকল মুসলিম নাগরিকের জীবন। মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ধনী গরীবের ব্যবধান দূরীভূত হয়।
ঈদুল আযাহা আমাদের সকলকে এক কাতারে আসতে এবং অপরের প্রতি সহমর্মিতা দেখাতে শিক্ষা দেয়। ঈদুল আযাহার এই শিক্ষা ধারণ করে প্রত্যেকেই সকল ধর্মের লোকদের প্রতি সহমর্মিতা ও সৌহার্দপূর্ণ স্বঅবস্থথান বজায় রেখে সুখি ও সুন্দর জীবন গড়ে উঠুক।