গত পহেলা ফেব্রুয়ারি রোজ শনিবার বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিকুল ইসলাম চৌধুরীর দুই ছেলে ও ছেলেদের পুত্রবধূ এবং এলাকার দুই এলাকাবাসীর নামে গজারিয়া থানায় মিথ্যা অভিযোগ দায়ের। সরেজমিনে তদন্ত করে দেখা যায় পূর্ব শত্রুতার জের ধরে মিথ্যা অভিযোগের আশ্রয় নেন বাদীপক্ষ মরিয়ম। গত ২৭/০৮/২০১৭ ইং তারিখকে থানায় সাধারণ ডায়েরি হয় ৩ জনকে আসামী করে বাদিনীর দুই ভাই এবং ভাইয়ের ছেলে ১) রুবেল চৌধুরী ২) ইউসুফ চৌধুরী ৩) আবু হাসান চৌধুরী । ডাইরিটি ছিল বিবাদীপক্ষ আলম চৌধুরী এবং আলামিন চৌধুরীকে হত্যার পরিকল্পনার। প্রমাণস্বরূপ আলম চৌধুরী থানায় জমা দেন ইউসুফ চৌধুরী এবং আবু হাসান চৌধুরীর কল রেকর্ডিং। সেখানে স্পষ্ট বুঝা যায় রুবেল চৌধুরি এবং ইউসুফ চৌধুরীর অর্থায়নে আবু হোসেন চৌধুরী কিলার ভাড়া করেন। সেই অডিও ফাঁস হওয়ার পর আলম চৌধুরী বাদী হয়ে গজারিয়া থানায় সাধারণ ডায়েরি করেন ডায়েরি নাম্বারঃ ১০২৩। ডাইরি করার পর থেকে রুবেল চৌধুরী পলাতক এবং ইউসুফ চৌধুরী প্রবাসে থাকেন। দীর্ঘ দুই বছর পর হঠাৎ করে রুবেল চৌধুরী মোটরসাইকেলে করে ভাড়াটে দুইজন কে সাথে নিয়ে আনুমানিক রাত ১১ টার সময় বাড়িতে এসে উস্কানিমূলক কথাবার্তা এবং মারামারি চেষ্টা করেন। সংঘর্ষ মুহূর্তে এলাকাবাসী চলে আসাতে তারা পালিয়ে যান। সকালে রুবেল চৌধুরীর বোন মরিয়ম থানায় গিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করেন।
খুবই দুঃখজনক ব্যাপার।