আজ মঙ্গলবার সকাল ১০ টায় গজারিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সকল মাধমিক ও উচ্চ মাধমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন , মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি,সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো:হাসান সাদী,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধমিক শিক্ষা অফিসার মো: জাকির হোসেন। উক্ত মতবিনিময় সভায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে ‘উগ্রবাদের দিন শেষ, সম্প্রীতিতে গড়বো দেশ ‘এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র -ছাত্রীদের কে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।