রাজধানীর কেরানীগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে আট ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন রবিন (২১), তাজুল (২১), তানজিত (১৯), সজিব (১৮), মো. জুয়েল (২২), হানিফ (২২), মো. মোক্তার (২০) ও মো. ইমন (২০)।
র্যাব ১০ কেরানীগঞ্জ ক্যাম্প ইনচার্জ মেজর সৈয়দ ইমরান জানান, ঝিলমিল আবাসন প্রজেক্টের ভেতর একদল ছিনতাইকারী অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে র্যাবের একটি দল সেখানে উপস্থিত হলে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় রবিন, তাজুল, তানজিত ও সজিবকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে চারটি চাকু জব্দ করা হয়েছে।
সৈয়দ ইমরান আরো জানান, রাত আড়াইটার দিকে র্যাবের অন্য একটি দল উপজেলার কোনাখেলা এলাকায় নির্মাণাধীন শরীফ হাউজিং ড্রিমল্যান্ড পার্কের মাঠে অভিযান চালিয়ে মো. জুয়েল, হানিফ, মো. মোক্তার ও মো. ইমনকে গ্রেপ্তার করে। এঁদের কাছ থেকেও চারটি চাকু জব্দ করা হয়। এ ঘটনায় গতকাল বুধবার র্যাবের পক্ষ থেকে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।