নওগাঁর বদলগাছীতে ঠিকাদার বাড়ি না পৌঁছতেই ভেঙে পড়ল নির্মাণাধীন সড়কের সাইড। এ ঘটনা ঘটেছে উপজেলার কাষ্টডোব-বাশপুর সড়কে।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, কাষ্টডোব বেড়িবাঁধ এলাকায় ২৭০ মিটার গ্রামীণ সড়ক পাকাকরণে ১৭ লাখ ৫৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ঠিকাদার প্রায় এক মাস আগে সেখানে ইটের খোয়া ফেলেন। নির্মাণাধীন সড়কের উত্তর পাশে দুটি পুকুর রয়েছে। পুকুরের নিচে বাঁশের খুঁটি দিয়ে তার ওপর বালুর বস্তা ফেলে প্রটেকশন দেয়াল তৈরি করে সড়কের কাজের ফিনিশিং দেওয়া হয়। কিন্তু কাজ শেষ করার কিছুক্ষণের মধ্যেই বালুর বস্তা দিয়ে তৈরি প্রটেকশন দেয়ালটি ধসে পড়ে সড়কের সাইড ভেঙে পড়ে।
এ ব্যাপারে জানতে ঠিকাদারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, বৃষ্টির পানিতে রাস্তা ধ্বসে পড়ায় আমি নিজেও বিব্রত।’