উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ বুধবার দুপুরে প্রকাশিত হবে। এর আগে রীতি অনুযায়ী, সকাল ১০টায় প্রথমে ফলাফলের সার-সংক্ষেপ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
পরে দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তুলে ধরা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছরের গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ব্যবহারিকের মধ্য দিয়ে গত মে মাসে পরীক্ষা শেষ হয়। এতে ৮টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন পরীক্ষার্থী অংশ নেন।