অধিকাংশ সরকারী ও বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জে এস সি)পরীক্ষায় ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে নির্বাচনী পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে, তাদের গুনতে হয়েছে অতিরিক্ত জরিমানা। জেলার বহু স্কুলের কোমল মতি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অনেক তথ্য জানা গেছে। সরকারের সদিচ্ছার কারণেই এ বছর বিলম্ব ফি সহ ২৭৫ টাকা ধার্য করেছে শিক্ষা বোর্ড। অথচ জেলার মধ্যে অনেক স্কুল ও মাদ্রাসা গুলো ৭০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত আদায় করছে। অথচ নিয়মনীতি ছাড়াই খেয়াল খুশী মত অপরাধ করে যাচ্ছে সুকৌশলে। আর ভুক্তভোগী হচ্ছে অসহায় পরিবারের অভিভবক দ্বয়। গত ৩০ শে জুলাই থেকে ৫ই আগষ্ট পর্যন্ত প্রতিটি স্কুল ও মাদ্রাসায় ফরম পূরণ হয়েছে। বিলম্ব ফি দিয়ে ৬ আগষ্ট থেকে ৭আগষ্ট করা হয়েছে ফরম পূরণ।
বিস্তারিত আগামীকাল……………………………..